Posts

Showing posts from June 14, 2017

সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য ডিজাইন অফ স্ট্রাকচার বিষয়ে কিছু প্রশ্ন উত্তর

সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য ডিজাইন অফ স্ট্রাকচার বিষয়ে কিছু প্রশ্ন উত্তর! সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ডিজাইন অফ স্ট্রাকচার সব চেয়ে কমন একটা বিষয়। যা প্রতিটি ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীর জন্য বাধ্যতা মূলক ডিজাইন অফ স্ট্রাকচার ।এর কোন বিকল্প আমার জানা নাই। ১) কলাম ক্যাপিটাল বলতে কি বুঝায় ? উত্তরঃ ফ্লাট স্লাবের নিচে ব্যবহৃত কলামের উপরের অংশ ক্রমশ প্রশস্ত রাখা হয় । কলামের উপর এ প্রশস্ত অংশকে কলাম ক্যাপিটাল বলে । সাধারণত কলাম ক্যাপিটালের পরিমাণ 0.20L হতে 0.25L এর মধ্যে হয়ে থাকে । ২) এনভারমেন্টাল লোড বা পরিবেশগত লোপ বলতে কি বুঝায় ? উত্তরঃ পরিবেশ থেকে আগত বিভিন্ন প্রকার লোড যা কাঠামোর উপর আরোপিত হয় তাকে এনভারমেন্টাল লোড বলে । যেমন: বরফ বাতাসের চাপ, মাটির চাপ, ভূ-কম্পন, বৃষ্টিপাত, তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ইত্যাদি । ৩) ড্রপ প্যানেল কী ? উত্তরঃ কলামের উপর এবং স্ল্যাবের ঠিক নিচে বর্গাকার বা বৃত্তাকারের ন্যায় স্ল্যাবের পুরুত্বের তুলনায় অধিক পুরুত্বের অংশকে ড্রপ প্যানেল বলা হয় । কলামের আকারের উপর ড্রপ প্যানেলের আকার নির্ভর করে । ACI কোড অনুযায়ী ড্রপ প্যানেলের যেকোন দিকে