Posts

Showing posts from July 18, 2017

সিঁড়ি ‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

Image
সিঁড়ি‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী ইমারতের একতলা থেকে অপরতলায় নিরাপদে,অনায়াসে এবং দ্রুত গমনাগমনের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিড়ি বলে।রএটা একটি স্থায়ী কাঠামো। এ সিড়ি দালানের যে জায়গায় অবস্থান করে তাকে সিড়িঘর বলে। এটি ইমারতের এমন জায়গায় নির্মাণ করা উচিত যেন সহজে আলো-বাতাস পাওয়া যায়, ভবনের আবাসিকবৃন্দ স্বচ্ছন্দে প্রবেশ ও বের হতে পারে। বসতবাড়িতে সিড়ির প্রস্থ ৯০ সেমি. এবং পাবলিক ভবনের জন্য ১.৫-১.৮ মিটার হওয়া উচিত। আর ওঠা-নামার সুবিধার জন্য প্রতি ফ্লাইটে ১০-১২ টি ধাপ রাখা শ্রেয়।তবে ৩ টির কম ধাপ রাখা উচিত নয়। সিড়ির হেডরুম কমপক্ষে ২.১-২.৩ মিটার হওয়া উচিত। আর ল্যান্ডিং এর চওড়া ফ্লাইটের চওড়ার কম হওয়া উচিত নয়। বিভিন্ন প্রকার সিড়ির তালিকা: একমুখী সিড়ি, ডগ্-লেগড সিঁড়ি, ওপেন নিউয়েল সিড়ি , জিওমেট্রিক্যাল সিড়ি, বৃত্তাকার সিড়ি, বাইফারকেটেড সিড়ি সিঁড়ির ট্রেড ও রাইজারের মাঝে সম্পর্ক: বিভিন্ন বিল্ডিং কোড দ্বারা নির্ধারিত নিয়ম- কানুন মেনে সিড়ি স্ল্যাবের ট্রেড ও রাইজারের মান নির্ণয় করা হয়। যেহেতু স্ল্যাবের ঢাল সাধারণত ২৫ থেকে ৪০ ডিগ্রি