Posts

Showing posts from July 22, 2017

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর

Image
পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর: --------------------------------------------- ০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?  উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।  ০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি? উ: ট্রিমি পাইপ ০৩। ট্রিমি পাইপের ডায়া কত? উ: ৬" থেকে ৭" ০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে? উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে। ০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে? উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে। ০৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত? উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/ singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে। ০৭। ...