ইটের গাঁথুনী নিয়ে কিছু কথা !

ইটের গাঁথুনী নিয়ে কিছু কথা ! ---------------------------------------- যেটি ছাড়া বিল্ডিং অসম্পূর্ণ কিংবা বিল্ডিং এর কথা আসলেই আগে আসে যে কাজের কথা হ্যাঁ তা হলো #ইটের_গাঁথুনী । কিছু কিছু বিষয়ের উপর এ কাজের সময় বিশেষ ভাবে লক্ষ রাখতে হয় ।যদিও ইঞ্জিনিয়ার ভাইয়েরা আপনারা তো এটি করবেন না ঠিক কিন্তু কাজটা যেন ত্রুটিকম যুক্ত হয় সে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যে যে বিষয়গুলি খেয়াল রাখা জরুরী ইটের কাজ করার সময় নিন্মে তা তুলে ধরা হলো : ক) ইট গাঁথার সময় প্রত্যেকবার সুতা এবং শল দেখেনিতে হবে গাঁথনী সোজা রাখতে হলে । খ) ইটের আকার আকৃতি ঠিক থাকেনা বলে সস্তা মানের ইট ব্যবহার করা হলে অনেক ক্ষেত্রে দেখা যায় গাঁথনী সোজা হয় না । গ) আকারে ছোট সাইজের ইট ব্যবহার করলে গাঁথনী সমান হয় না, কারণ হলো অধিকাংশ ব্যবসায়ীরা বেশী লাভ করার জন্য ইটকে আকারে ছোট করে থাকে ফলে গাঁথনীর সময় একপাশ মেলালে আরেক পাশ মিলে না, ফলে যে সব সমস্যার সন্মুখীন হতে হয় মিস্ত্রীকে : #সব জোড়া মাঝখানে পড়েনা ইটের আকার ঠিক না থাকায়, #অনেক বেশী মসলার ব্যবহার করতে হয় গাঁথনীর শল মিলাতে গিয়ে, দেখা যায় সিমেন্ট বালুতে অনেক বেশী টাকা ব্যয় হয় ইটের ...