Posts

Showing posts from August 12, 2017

আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি

Image
আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি... মনেকরি, ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট পুরত্ব ধরি 5" এবং ছাদে মোট কংক্রিটের 1% or 1.5% or 2% ধরা হয়.. !! আমরা 1.5% ধরি. . সূত্র হচ্ছে, ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক ওজন = উত্তর (কেজি). . সুতরাং, আমরা পাই, 1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50 কেজি. এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে... 1.5% = (1.5÷100) আর, লোহার একক ওজন 222 kg/cft . সুতরাং 1000 sft ছাদ ঢালাইয়ে লোহা প্রয়োজন 1387.50 কেজি. .................