R.C.C কাজে কিছু বিনির্দেশ
R.C.C কাজে কিছু বিনির্দেশ ১.সাধারণত সকল কাজে ১:২:৪ (সিমেন্ট :বালি: খোয়া) রেশিও ব্যবহার করতে হবে । ২.প্রতি ব্যাগ সিমেন্টে ২৫ থেকে ৩০ লিটার পানি ব্যবহার করতে হবে । ৩.বিমের ক্ষেত্রে দেড় থেকে দুই ইঞ্চি সাইড কভারিং দিতে হবে । ৪.প্রতি ঘনমিটার স্টীল এর ওজন ৭৮৫০ কেজি ধরা হয় । ৫.বিস্তারিত কোন তথ্য দেয়া না থাকলে বিমের ক্ষেত্রে ১ থেকে ২% এবং কলামের ক্ষেত্রে ১ থেকে ৫% (মোট কংক্রিট আয়তনের ) রড ধরতে হবে