Posts

Showing posts from April 7, 2021

বালির সুক্ষ্মতা গুণাঙ্ক বা (FM) নির্ণয়

Image
# বালির  সুক্ষ্মতা গুণাঙ্ক বা (FM) নির্ণয় ========================== সুক্ষ্মতা গুণাঙ্ক বা ফাইননেস মডুলাস(F.M) বালির আকার সম্পর্কে ধারণা প্রদান করে। বালি যত মিহি হয় তার সুক্ষ্মতা গুণাঙ্ক তত কম হয়, এবং যত স্থুল হয় সুক্ষ্মতা গুণাঙ্ক তত বেশি হয়। সুক্ষ্মতা গুণাঙ্ক একটি ইমপেরিক্যাল সুত্রের সাহায্যে নির্ণয় করা হয়। ব্রিটিশ প্রমাণচালুনী ৪নং, ৮নং, ১৬নং, ৩০নং, ৫০নং,১০০নং এ অবশেষের পুঞ্জিভুত শতকরা হারের সমষ্টিকে ১০০ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বালির সুক্ষ্মতা গুনাঙ্ক বা ফাইননেস মডুলাস বলে। সাধারণত দেখা যায় মিহি বালির সুক্ষ্মতা গুনাঙ্ক ১.২-১.৫, মধ্যম মানের স্থুল বালির সুক্ষ্মতা গুণাঙ্ক ১.৫-২.০০ এবং মোটা বালির সুক্ষ্মতা গুণাঙ্ক ২ এর অধিক হয়ে থাকে। নির্মাণের স্থুলকাজে ব্যবহৃত বালির সুক্ষ্মতা গুণাঙ্ক ২-৩ হওয়াউচিত। →বালির সুক্ষ্মতা গুণাঙ্ক বা (F.M)নির্ণয়ের পদ্ধতি: প্রথমে ২০০ গ্রাম বালি মেপে চালুনিতে ভরেছিলাম। তারপর ভালভাবে ঝাঁকুনি দেওয়ার পর নিম্নক্তো হারে প্রত্যেক চালুনিতে বালি পেয়েছিলাম, প্রথমে ২০০ গ্রাম বালি মেপে চালুনিতে ভরেছিলাম। তারপর ভালভাবে ঝাঁকুনি দেওয়ার পর ৪ নং চাল...