Posts

Showing posts from June 1, 2021

সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া

Image
  সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া ================================= সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকে Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে চিন্তায় পড়ে যান। মনে করেন সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা তো নয়ই বরং কোন কথার পর্যায়েই পড়ে না। রিপোর্ট মানে হচ্ছে Information. এখন Information অনুযায়ী Foundation কী হবে তা ঠিক করবেন একজন Geo technical Engineer... সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া #SPT__N Value ============== খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা.... N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন। N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm. N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে #Reff.......BNBC, Soil & Found