R.C.C কাজে কিছু বিনির্দেশ

R.C.C  কাজে কিছু বিনির্দেশ


১.সাধারণত সকল কাজে ১:২:৪ (সিমেন্ট :বালি: খোয়া) রেশিও ব্যবহার করতে হবে ।
২.প্রতি ব্যাগ সিমেন্টে ২৫ থেকে ৩০ লিটার পানি ব্যবহার করতে হবে ।
৩.বিমের ক্ষেত্রে দেড় থেকে দুই ইঞ্চি সাইড কভারিং দিতে হবে ।
৪.প্রতি ঘনমিটার স্টীল এর ওজন ৭৮৫০ কেজি ধরা হয় ।
৫.বিস্তারিত কোন তথ্য দেয়া না থাকলে বিমের ক্ষেত্রে ১ থেকে ২% এবং কলামের ক্ষেত্রে ১ থেকে ৫% (মোট কংক্রিট আয়তনের ) রড ধরতে হবে

Comments

Popular posts from this blog

প্লাম্বিং (পাইপের কাজ)

সিঁড়ি ‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ... বিস্তারিত >>>>