সিঁড়ি ‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

সিঁড়ি‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী
ইমারতের একতলা থেকে অপরতলায়

নিরাপদে,অনায়াসে এবং দ্রুত গমনাগমনের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিড়ি বলে।রএটা একটি স্থায়ী কাঠামো। এ সিড়ি দালানের যে জায়গায় অবস্থান করে তাকে সিড়িঘর বলে। এটি ইমারতের এমন জায়গায় নির্মাণ করা উচিত যেন সহজে আলো-বাতাস পাওয়া যায়, ভবনের আবাসিকবৃন্দ স্বচ্ছন্দে প্রবেশ ও বের হতে পারে।
বসতবাড়িতে সিড়ির প্রস্থ ৯০ সেমি.
এবং পাবলিক ভবনের জন্য ১.৫-১.৮ মিটার হওয়া উচিত। আর ওঠা-নামার সুবিধার জন্য প্রতি ফ্লাইটে ১০-১২ টি ধাপ রাখা শ্রেয়।তবে ৩ টির কম ধাপ রাখা উচিত নয়।
সিড়ির হেডরুম কমপক্ষে ২.১-২.৩ মিটার হওয়া উচিত। আর ল্যান্ডিং এর চওড়া ফ্লাইটের চওড়ার কম হওয়া উচিত নয়।
বিভিন্ন প্রকার সিড়ির তালিকা:
একমুখী সিড়ি,
ডগ্-লেগড সিঁড়ি,
ওপেন নিউয়েল সিড়ি ,
জিওমেট্রিক্যাল সিড়ি,
বৃত্তাকার সিড়ি,
বাইফারকেটেড সিড়ি
সিঁড়ির ট্রেড ও রাইজারের মাঝে সম্পর্ক:
বিভিন্ন বিল্ডিং কোড দ্বারা নির্ধারিত নিয়ম-
কানুন মেনে সিড়ি স্ল্যাবের ট্রেড ও রাইজারের
মান নির্ণয় করা হয়। যেহেতু স্ল্যাবের ঢাল সাধারণত ২৫ থেকে ৪০ ডিগ্রি এর
মধ্যে রাখতে হবে, সেহেতু ট্রেড ও রাইজারের মধ্যকার সম্পর্ক বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। নিম্নলিখিত নিয়ম অনুসরণ করলে ট্রেড ও রাইজারের সন্তোষজনক মান পাওয়া যায়।
আমেরিকান কোড অনুযায়ী(American Standard Code):
ট্রেড + রাইজার= ৪৪ সেমি.
ট্রেড x রাইজার= ৪০০-৪৫০ বর্গসেমি.
ইন্ডিয়ান কোড অনুযায়ী (Indian Standard Code):
ট্রেড + ২ x রাইজ=৬০ সেমি.
ট্রেড x রাইজার= ৪০০-৪১০ বর্গসেমি.
ACI কোড অনুযায়ী ট্রেড ও রাইজারের সবোর্চ্চ এবং সর্বনিম্ন মান হচ্ছে:
ACI কোড অনুযায়ী বসতবাড়িতে ব্যবহৃত
সিড়ি স্ল্যাবের রাইজারের পরিমাপ ১৫ হতে ১৮ সেমি এবং ট্রেডের পরিমাপ
২৩-২৭ সেমি।
পাবলিক বিল্ডিং এ ব্যবহৃত সিড়ি স্ল্যাবের রাইজারের পরিমাপ ১৪-১৫ সেমি এবং ট্রেডের পরিমাপ ২৫-৩০ সেমি হয়।
ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয়ের পদ্ধতি:
সিড়ির স্ল্যাবকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়।
মনে করি,
R=রাইজারের উচ্চতা,
T=ট্রেডের প্রস্থ,
S=ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব,
ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয়ের সুত্র= SxR2+T2x 24/T
সিড়ির ধাপের ওজন নির্ণয়ের পদ্ধতি:
ধাপের ওজন নির্ণয়ের সুত্র হলো W=১২Rকেজি/বর্গমিটার
এখানে,
R=রাইজারের উচ্চতা
W=ওজন

Comments

Popular posts from this blog

প্লাম্বিং (পাইপের কাজ)

জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ... বিস্তারিত >>>>