প্লাম্বিং (পাইপের কাজ)

প্লাম্বিং (পাইপের কাজ)
পানি সরবরাহ, ড্রেনেজ, স্যানিটেশন ইত্যাদি প্লাম্বিং সার্ভিস নামে পরিচিত। একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ারকে অবশ্যই পানি সরবরাহ, ডিষ্ট্রিবিউশন পাইপ, ষ্টোরেজ ট্যাংক, ওয়াস বেসিন, ওয়াটার ক্লোজেট, ইউরিন্যাল, ট্যাপ, ভেন্ট পাইপ, সেপটিক ট্যাংক ইত্যাদি সম্পর্কে ধারণা রাখতে হবে।
পাইপের কাজের জন্য ভাল জি এই পাইপ এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করুন।
সুয়ারেজের (পয়:প্রণালীর) জন্য ভাল পিভিসি পাইপ অধিক সুবিধাজনক এবং টেকসই।
পাইপের জোড়া লীক গ্রুফ্ হওয়া উচিত।
প্লাম্বিং এর বিভিন্ন যন্ত্রপাতি
১) বেলচা ভাইস
২) পাইপ ভাইস
৩) পাইপ কাটার
৪) হ্যাকস্
৫) ফাইল
৬) ডাই ও ডাই ষ্টক
৭) পাইপ রেঞ্চ
৮) স্পিরিট লেভেল
৯) প্লাম্ব-বব
১০) ফোল্ড সিজেল
১১) পাঞ্চ
১২) ডিভাইডার
১৩) ইনসাইড ও আউট সাইড ক্যালিপাস
পানির ট্যাংকের প্রকারভেদ
১.জি.আই.ট্যাংক
২. আর. সি. সি. ট্যাংক
৩. ফেরো সিমেন্ট ট্যাংক
৪. ফাইবার গ্লাস ট্যাংক
৫. পলিমার ট্যাংক
পানির ট্যাংক ব্যবহারের সতর্কীকরণ
ট্যাংকের তলায় ময়লা জমা এবং ময়লা পানির হাত থেকে রক্ষার জন্য ছাদ থেকে কিছু উপরে ট্যাংক স্থাপন করা উচিৎ।
ফিটিংস ও স্যানিটারী মালামাল: এ কাজের বিভিন্ন মানের ও দামের মালামাল পাওয়া যায়। সাধারণত চাহিদা ও আর্থিক সঙ্গতির উপর স্যানিটারি ব্যবহার নির্ভর করে। তবে যে জিনিসই ব্যবহার করা হোক না কেন তা যেন ভাল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই স্যানিটারি সরঞ্জাম মান ও স্বকীয়তা দেখে ভাল দোকান থেকে কেনা উচিৎ।
এখানে স্যানিটারির কয়েকটি সরঞ্জামের মূল্য দেওয়া হল
নাম দেশি (টাকা) বিদেশি (টাকা)
বিপ কর্ক ১৪০-৩১০ ৪৫০-৮৫০
পিলার কর্ক ৪৫০-৩০০ ১৬০-৩৭০
বেসিন মিক্সচার ৬৫০-১২৫০ ১১০০-২০০০
বাথটার মিক্সচার ২১০০-২৩৮০ ১৩০০-৩০০০
বাথটাব ৫৬০০ ৬৫০০
ষ্টপ কর্ক ২২০-৩৮০ ৯০০
এ্যাঙ্গেল ষ্টপ কর্ক ১৩০-২২০ ৮০-৭৫০
প্রদেয় মূল্য তালিকা পরিবর্তীত বাজার দরের উপর নির্ভরশীল।
এছাড়াও প্রচুর স্যানিটারি সামগ্রী আছে যার মূল্য ও নাম সংযোজন করা হয়নি। স্যানিটারি পাইপ হিসাবে সাধারণত বাসাবাড়িতে PVC পাইপ ব্যবহৃত হয়। PVC GI পাইপ সাধারণত রানিং ফিট হিসেবে বিক্রি হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

সিঁড়ি ‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ... বিস্তারিত >>>>