ফ্ল্যাট স্ল্যাব নিয়ে কিছু কথা
ফ্ল্যাট_স্ল্যাব
ফ্ল্যাট_স্ল্যাব বলতে কী বুঝায় ? ACI কোন অনুযায়ী ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের শর্ত কী কী ?
যে সমস্ত স্ল্যাব কোন প্রকার বিম বা গার্ডারের উপর অবস্থান না করে সরাসরি কলামের উপর স্থাপন করা হয়, সে সমস্ত স্ল্যাবকে ফ্ল্যাট স্ল্যাব বলে । সাধারণত যে সমস্ত স্ল্যাব প্রায় বর্গাকৃতি এবং যার প্রস্থের মান অপেক্ষা দৈর্ঘের মান 1.33 গুন-এর বেশি হয় না, সে সমস্ত ক্ষেত্রে ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করা হয় ।
Comments
Post a Comment