বিল্ডিং এ আগত লোড যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত

বিল্ডিং এর  ডিজাইন করার অবশ্যই বিল্ডিং এ আগত লোড সম্পর্কে অবগত হতে হয়।
যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত,
সেগুলো নিয়েই আজকের আলোচনাঃ
১. ডেড লোডঃ কাঠামোর উপর স্থায়ীভাবেচাপানো লোডই হলো ডেড লোড।
যেমন- ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি । কাঠামো, মালামালের আকার- আকৃতির মাধ্যমে এ লোডের হিসাব করা হয় ।
২.লাইভ লোডঃ কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডই হলো সচল লোড । যেমন- লোকজন, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি । সঠিকভাবে এ লোডের হিসাব করা কঠিন । তাই বিল্ডিং কোড অনুযায়ী এসব লোড হিসাব করা হয় ।
৩. উইন্ড লোড:কাঠামোর উপর বাতাসের যে গতিবেগ প্রভাবিত হয় তাই উন্ড লোড।
৪. মাটির চাপঃকাঠামোর উপর মাটির চাপ অনুভুত হওয়া
৫. পানির চাপঃ যখন কোন ভিত্তি পানি তলের নিচে অবস্থিত থাকে, তখন পানি ঐ ভিত্তিকে আনুভূমিক ও উর্দ্ধমুখী চাপ প্রয়োগ করে । এটাই পানির চাপ ।
৬. ভূকম্পন লোডঃ ভূ-কম্পন জনিত কারনে সৃষ্ট বল সাধারনত ভিত্তিতে উলম্ব নিচের দিকে বা মোচড়ানোভাবে যে কোন দিকে কাজ করে ।
৭. তুষার লোডঃ শীত প্রধান দেশে সমতল পৃষ্ঠে বা ছাদে প্রচন্ড বরফ পড়ে । তাই এসব দেশে এই লোডেরও হিসাব করা হয়।

Comments

Popular posts from this blog

প্লাম্বিং (পাইপের কাজ)

সিঁড়ি ‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ... বিস্তারিত >>>>